কথা ও আকাশ
এভাবে কাটুক দিন,
ক্লান্ত তালে ভাঙা চালে
জোৎস্না ঝড়া ঋণ।
কাটুক নাহয় বেলা
বুক ছুঁয়ে যায় কাঁটার আঁচড়
তোমার অবহেলা!
বর্ষা ঝড়ায় জল
আমার ছায়ায় তোমার ছায়া,
নিখোঁজ হবার ছল!
অচীন পাখির ডাক
গহীন বনের কোন সে আড়াল
থাক সে ভালো থাক।।
বর্ষা নিলো বিদায়
তোমার আঙুল যার আঙুলে,
সে কি- আমার মতই কাঁদায়?
হঠাৎ করেই কালো
সবকিছুই নিছক মেকি
বেসেছিলাম যা ভালো।
পথ চলতে ভয়
চোখের কোণে অশ্রু আমার,
অশ্রু মিথ্যে হয়?
মনের ভেতর আবারও এক
অচীন পাখির ডাক
অশ্রু মুছে বলি মনে,
'থাক সে ভালো থাক'।।
_শহুরে কবি

Comments
Post a Comment