প্রিয় পদরেখা




আমি যেদিন ছুয়ে দিব আকাশটাকে
মেঘের স্পর্শ গায়ে মেখে, উড়ে যাব দুরে কোথাও
তখন কি কেউ ভাববে, কোথায় গেলাম?
কেন এই শহরের ধুলোয় আমার পদচিহ্ন পরে না?
কেন বাতাসের কার্বনডাইঅক্সাইড বাড়ে না-
আমার প্রতিটা নিঃশ্বাসে?
ভাববে না কেউ এসব। ভেবেই বা কি লাভ?
কেউ তো জানে না আমি আকাশ ছুয়েছি,
চলে গেছি নশ্বর পৃথিবী ছেড়ে অবিনশ্বর পৃথিবীতে।
আমি যে আকাশ ছুয়েছি!
সে কথা জানবে না কেউ।
আমার না ফেরা কাওকে ভাবাবে না,
একসময় মুছে যাব পৃথিবীর আলো-ছায়া থেকে।

আর তো আসবো না ফিরে
আমি যে আকাশ ছুয়েছি!
চলে গেছি অনেক দূরে!
ঝড়ে নীড় ভাঙা পাখি যদি উড়ে চলে যায়-
সে কি কোনদিন আর আসে ফিরে?


Comments

Popular posts from this blog

রসুলপুর স্টেশন

খুনী

কথা ও আকাশ