শিরোনাম



আমার এই ইটপাথরের জঞ্জাল তোমার মুঠোভরতি স্বপ্ন রঙিন রেশ- গড়ায় গড়াক সময়ের মাঝে ক্ষণ। যতটা দূর ততটাই আপন, এই যদি হয় অর্থ, তাহলে আর কাছে আসার মানে কি দাঁড়ায়? দূরত্বটুকু স্কেলের মাপই কেবল? মাঝেমাঝে তা স্কেল ছাড়িয়ে যায়। তারিখ দিয়ে হস্তাক্ষরে লিখে রেখো, হারাবো যেদিন অনায়াসে গোধূলির কোলে এলোমেলো চুল আর কাঁধে মলিন এক ঝোলা নিয়ে। জেনে রেখো এই নিরুদ্দেশের চিঠি পাবে না কোনদিন তোমার ডাকবাক্সের স্পর্শ। যে দূরত্ব স্কেলের গন্ডি পেরিয়ে যায় অসীমের ছোঁয়ায় সেখান থেকে চিঠি লেখা যায় না প্রিয়!

Comments

Popular posts from this blog

রসুলপুর স্টেশন

খুনী

কথা ও আকাশ