ফেরিওয়ালা


শহর জুড়ে দুঃখ বেঁচার মিছিল!
সেই মিছিলে সামিল হওয়ার আশায়
আমিও ঢের জমিয়েছি কষ্টগুলো বুকের ভেতর। 
সিকি-আধুলি যেমন করে জমায় লোকে মাটির ভাঁড়ে,
ঠিক তেমনই! 
মুঠোভরতি নীল দুঃখ।
কষ্ট, বিষাদ যাই বা বলো, সব তো একই!

একটি ছোট্ট শ্রাবণ দিনের মেঘ, 
মেঘের কাছে মিষ্টি জলের বৃষ্টি আছে ভিজিয়ে দেবার।
খুব সাধারণ একটি কুড়ে ঘর,
ঘরের কোণে বৃদ্ধ জারুল গাছ, 
তাহার পাশে একটি সবুজ দিঘি।
দিঘির জলে পদ্মপাতায় বৃষ্টি ঝড়ে নুপুর তালে খুব অকারণ।
মেঘ ফুরিয়ে যায়, ফুরায় শ্রাবণ দিন।
দিঘিই কেবল মেঘের জলে টুইটুম্বুর, 
বাদলা দিনের ঋণ!
আমার কষ্ট তাদের মতই খানিক, 
বৃষ্টি জলে দিঘি টলোমল!
মেঘের জল দিঘির গহীন যেমন মানায়, 
তেমনি আমার চোখের কোণে বিষাদ লোনা জল!

আমার দুঃখগুলো বেঁচবো কোন গাঁয়ে?
দুঃখ নেবে?
সিকি-আধুলি, দু-চার আনা যা খুশি তাই দেবে।
দুঃখ নেবে? 
নীলচে ভীষণ আকাশ-মতো দুঃখ আছে, বুকের কাছে!
নেবে বলো? 
হাতের চুরি, নাকের নোলক যা খুশি তাই দেবে! 

ঝুলি ভর্তি দুঃখ নিয়ে ঘুরছি পথেপথে।
দুঃখ নিয়ে ভাবছি কোথায় যাই,
সবাই কেবল মুখেই বলে 'আছি!'
হাত বাড়ালেই কেউ যে কোথাও নাই!

~আবীর

Comments

Popular posts from this blog

রসুলপুর স্টেশন

খুনী

কথা ও আকাশ