মিথ্যে কথার শহর
কালো মেঘের গহীন বিষাদ ছুঁয়ে
নীল আকাশটা বৃষ্টির গল্প বলে!
সেই গল্পে তুমিও ছিলে খানিক-
আমিও ছিলাম, মিথ্যে কথার ছলে!
মেঘদলেরা আকাশ জুড়ে ছেয়ে
ঝড়ায় তাদের কান্নার মত হাসি,
"ভালো আছি"- এই তো অভিনয়।
মিথ্যে শহরে, আঁধার ভালোবাসি!
দূরত্বটুকু স্কেলেই ছিলো ভালো
স্পর্শ পেতাম হাতটুকু বাড়ালে-
আমার ঠিকানা এই শহরই আজও
তোমার ঠিকানা মেঘেদের আড়ালে!
ভালো থাকার গল্পগুলো মিছে
নিয়ন আলোয় আবছা নিমিষেই-
"ভালো আছি" বলতে গিয়েও শেষে
চিৎকার ওঠে "ভালো নেই...ভালো নেই!"
নীল আকাশটা বৃষ্টির গল্প বলে!
সেই গল্পে তুমিও ছিলে খানিক-
আমিও ছিলাম, মিথ্যে কথার ছলে!
মেঘদলেরা আকাশ জুড়ে ছেয়ে
ঝড়ায় তাদের কান্নার মত হাসি,
"ভালো আছি"- এই তো অভিনয়।
মিথ্যে শহরে, আঁধার ভালোবাসি!
দূরত্বটুকু স্কেলেই ছিলো ভালো
স্পর্শ পেতাম হাতটুকু বাড়ালে-
আমার ঠিকানা এই শহরই আজও
তোমার ঠিকানা মেঘেদের আড়ালে!
ভালো থাকার গল্পগুলো মিছে
নিয়ন আলোয় আবছা নিমিষেই-
"ভালো আছি" বলতে গিয়েও শেষে
চিৎকার ওঠে "ভালো নেই...ভালো নেই!"

Comments
Post a Comment