অর্থ ও অর্থনীতি
কবিতার পারিশ্রমিক হয় না প্রিয়।
'অর্থের' দাম পুঁজিবাদে যতই উঠুক
কবিতার 'অর্থ' মাপবে অর্থনীতির কোন সূচকে?
অর্থ আর অর্থনীতি বড় ঠুনকো জিনিস।
তোমাদের পুঁজিবাদী সমাজ, রাষ্ট্র
সবই শেয়ারের দরে কিনে নিতে চায় চড়া সুদে।
কিন্তু আঁধারের কোলে যে গোধূলী হারায়
তার কত দাম নির্ধারণ করবে বলো?
লেখার মায়ায় যে আবেগের ছোঁয়া,
তা কি অর্থনীতির স্কেলে মাপা যায়?
অর্থ নিয়ে অনর্থ করো তোমরা;
আমি 'অর্থহীনে' 'অর্থ' খুঁজি।
তোমাদের 'অর্থ' ব্যাংকে জমা রাখো,
আমার 'অর্থ' মগজে আর অভিধানে।
দুই 'অর্থের' মাঝে যে অনর্থক ফারাক
তার কি কোন 'অর্থ' হয়?
তুমি পুঁজিবাদী সমাজের চাকর
আমি 'কবিতাবাদী' রাজ্যের শাসক!
আমাদের 'অর্থ' ও 'অর্থনীতি' দুই-ই ভিন্ন!
কবিতার কিই বা দিবে পারিশ্রমিক, বলো প্রিয়?
দিতে যদি চাও তো তোমার খোঁপায় গোঁজা রক্তজবাটাই দিও!

Comments
Post a Comment