মোহ
যেতে হবে যখন চলেই যাও নাহয়
বাঁধা দেয়া যখন বৃথা...
যতদূর অপলক আঁখি, জানি-
খুঁজে ফেরে তাহার শেষ ছায়াখানি
ততক্ষণে সে যে হয়েছে আড়াল
বাঁধা দেয়া যে বৃথা!
সময় যে গড়ালো তার স্রোতের ধারায়
কালো চুলে শুভ্র মেঘের দল
আমি যতই চেয়ে থাকি পথপানে-
অশ্রু নিছক স্রোতস্বিনী চোখের কোণে!
কবে যে সে হয়েছে আড়াল
বাঁধা দেয়া যে বৃথা!
যেতে হলেই কি চলে যেতে হয়?
ফুরোয়নি তো সব কথা!
গেছে চলে যাক, যাক, যাক...
তারে বাঁধা দেয়া যে বৃথা।
জোছনায় ঝড়ালে আলো নিশুতি রাতে
প্রদীপ যে হার মানে তাহার কাছে।
দুয়ারে তব সময় কাটেনা ধীরে-
আসিবার ইচ্ছে হলে, আবার আসিও ফিরে।
কবে যে হয়েছিলে আড়াল
বাঁধা দেয়া ছিলো বৃথা।
যেতে হলেই কি চলে যেতে হয়?
ফুরোয়নি তো সব কথা!
গেছে চলে যাক, যাক, যাক...
তারে বাঁধা দেয়া যে বৃথা।

Comments
Post a Comment