পদ্মপাতার ছায়া
আঁচল তোমার দখিন হাওয়ার সাথি
পবন পানে তাল মিলিয়ে ওড়ে,
আমার কেবল নিদ্রা বিহীন রাতি
অহর্নিশ আঁকড়ে থাকা এই ঝড়ে।।
মুঠোভরা স্বপ্ন নিয়ে এসে,
এক চিলতে রদ্দুর মেশাই তাতে।
মেঘের খেয়া তোমায় ভালোবেসে
খুব অকারণ বৃষ্টি ঝড়ায় রাতে।।
তোমায় ভেবে আমার কাটে প্রহর
তোমায় নিয়ে লিখি দিবানিশি।
ঘুমের অভাব, আমার ক্লান্ত শহর
শহরে তোমার ঘুম পাড়ানির মাসি।।
কাব্যি বলার প্রহরগুলোয় হারাই
সময় কাটে শব্দ নিয়ে মেতে,
আমার হাতটা তোমার পানে বাড়াই
পাই না ছোঁয়া তোমার আঙ্গুলেতে।।
ভুলগুলো সব এমনি মুছে ফেলো,
কান্না আসুক, হেসো সকাল সাঁঝে।
তোমায় নিয়ে আমার গানের কলি
মূর্ছনাতে অহর্নিশ বাজে।।
আমার সুরে সুর মেলালে যবে
আকাশ জুড়ে মেঘ করেছিলো খুব।
ভালোবাসা ঠিক তেমনই রবে,
দিঘির ছায়ায় শিশির ভেজা ডুব।।
চারিদিকে সব 'নেই' এর হাহাকার
তবুও চোখে তোমায় চোখের মায়া।
আঁকড়ে রাখো যতই স্মৃতির পাহাড়
দিঘির জলে পরে নাকো পদ্মপাতার ছায়া।।
~আবীর

Comments
Post a Comment