খেয়ালী


 ইচ্ছে করেই তোমায় ছোঁয়ার ভুল
সেই ভুলেরই মাশুল গুনি রোজ,
ইচ্ছে করেই তোমার চোখের গহীন
দিক হারিয়ে পথের করি খোঁজ! 

আমার ছোঁয়া নাই বা মাখলে গায়ে
নাই বা জানলে ইচ্ছেগুলো মনে,
চোখের কোণে এক পলকে হঠাৎ তুমি
হারিয়ে ফেলে খুঁজি অকারনে!

মেঘেরা জানে ইচ্ছেগুলো আজও
বৃষ্টি এলে খুব অকারণ তোমায় দেখতে চাওয়া, 
মেঘের বিষাদ গায়ে মেখে একটু ভিজো
তুমি ভিজলেই আমার ভিজে যাওয়া।

পথ হারানোর সেই পুরোনো গল্পগুলো 
সাথে নিয়ে মলাটভাজের স্মৃতিধুলো,
আমার শহর ছেড়ে আমি তোমার পাড়া-গাঁয়ে
পথ হারিয়ে দিক ভুলেছি ডানে কি'বা বায়ে।
তুমি না জানো আমার ঠিকানা, 
ভোরের পাখি, মেঘেদের জানা,
এক 'শহুরে-পথিক' হারিয়ে গেছে তোমার গাঁয়ের পথে।
বেলাশেষে পথিক বেশে, ক্লান্ত হয়ে তোমার দেশে
পথের খোঁজ না পাই যদি-
মনে রেখো শুধু আমার এ শহরে
বিলবোর্ডহীন আঁধারের বহরে
পুষে রাখি এক তোমার নামের শ্রান্ত দীঘল নদী!

~আবীর




Comments

Popular posts from this blog

রসুলপুর স্টেশন

খুনী

কথা ও আকাশ