নির্বাসন
স্মৃতির ভারে নুয়ে ছিলো দুটি হাত
তবুও পারিনি ছুঁয়ে দিতে ভেজা চোখ-
সাদাকালো আমাদের দিনগুলি মুছে যাক
যা কিছু কালো আমারই নাহয় হোক।
দূরত্ব আমাদের আকাশও খুঁজে ফেরে
ভুলে যাই ক্ষণ, যোগাযোগ ছিলো যখন-
কালো মেঘে আঁধার, চোখজুড়ে লোনা জল
অশ্রুরা জানে কান্নার নির্বাসন।।
তবুও দুটি হাত একটু স্পর্শ খোঁজে
চোখেরা খোঁজে খুব চেনা কোন আঁখি-
বুকের ভেতর বাবুই পাখির বাসা
চোখের ভেতর অশ্রু-লোনা, দুহাত আগলে রাখি!
ছায়া খুঁজে ফেরে পথ চলার কেউ
এ মন খোঁজে নিজের মত এক মন-
এই শহর জানে কতখানি আমি একা
এই শহরেই আমার নির্বাসন!
_শহুরে কবি
তবুও পারিনি ছুঁয়ে দিতে ভেজা চোখ-
সাদাকালো আমাদের দিনগুলি মুছে যাক
যা কিছু কালো আমারই নাহয় হোক।
দূরত্ব আমাদের আকাশও খুঁজে ফেরে
ভুলে যাই ক্ষণ, যোগাযোগ ছিলো যখন-
কালো মেঘে আঁধার, চোখজুড়ে লোনা জল
অশ্রুরা জানে কান্নার নির্বাসন।।
তবুও দুটি হাত একটু স্পর্শ খোঁজে
চোখেরা খোঁজে খুব চেনা কোন আঁখি-
বুকের ভেতর বাবুই পাখির বাসা
চোখের ভেতর অশ্রু-লোনা, দুহাত আগলে রাখি!
ছায়া খুঁজে ফেরে পথ চলার কেউ
এ মন খোঁজে নিজের মত এক মন-
এই শহর জানে কতখানি আমি একা
এই শহরেই আমার নির্বাসন!
_শহুরে কবি

Comments
Post a Comment