হিসাব
পথে হেঁটে ক্লান্ত ভীষণ আমি
শ্রান্ত ভীষণ রৌদ্র পোড়া দেহ-
এক সমুদ্র কান্না জমা বুকে,
কেউ দেখেনি, রাখেনি হিসেব কেহ।।
বিষাদের মত নিষাদের সুর গুনি
ভাসা ভাসা সব স্মৃতিময়তার মোহ-
দুহাতে জড়ানো কতশত অপরাধ
দেখেনি ছুঁয়ে, রাখেনি হিসেব কেহ।।
আঁধারের মাঝে আমি তব একা চলি
ছিলো কি কেউ? ছিলো শুধু সন্দেহ,
মাথা নুয়ে কত চোখ বুজে সয়ে নিলাম
রাখেনি হিসেব, জানেনি কোনদিন কেহ।।
শহরটা জানে আর জানে সড়ক বাতি
দেয়ালে জমানো কত সহস্র অজুত পাপ-
ধুয়ে মুছে সব হারাবো যেদিন আমি
জানবে না কেউ, থাকবে না কোন হিসাব।।
_শহুরে কবিপথে হেঁটে ক্লান্ত ভীষণ আমি
শ্রান্ত ভীষণ রৌদ্র পোড়া দেহ-
এক সমুদ্র কান্না জমা বুকে,
কেউ দেখেনি, রাখেনি হিসেব কেহ।।
বিষাদের মত নিষাদের সুর গুনি
ভাসা ভাসা সব স্মৃতিময়তার মোহ-
দুহাতে জড়ানো কতশত অপরাধ
দেখেনি ছুঁয়ে, রাখেনি হিসেব কেহ।।
আঁধারের মাঝে আমি তব একা চলি
ছিলো কি কেউ? ছিলো শুধু সন্দেহ,
মাথা নুয়ে কত চোখ বুজে সয়ে নিলাম
রাখেনি হিসেব, জানেনি কোনদিন কেহ।।
শহরটা জানে আর জানে সড়ক বাতি
দেয়ালে জমানো কত সহস্র অজুত পাপ-
ধুয়ে মুছে সব হারাবো যেদিন আমি
জানবে না কেউ, থাকবে না কোন হিসাব।।
_শহুরে কবি

Comments
Post a Comment