১০ নং গলির মোড়ে


 দাঁড়িয়ে থাকা একলা পথে বাড়িয়ে দিও হাত
ছোট্ট বুকে বসত গড়া দীঘল কালো রাত-
ভোরের আশায় ক্ষণ গুনে যায়, ক্লান্ত আমি বড়
বলবো তোমায়, বলতে গিয়ে শব্দ জড়সড়।।

একলা আকাশ, বিষন্ন দিন, একটি পাখি একা
বাক্স-বন্দি দুঃখ নিয়ে- আমার ভালো থাকা।
তোমার জন্য সন্ধ্যে আঁকি, তোমার জন্য গাই
সুরগুলো সব তোমায় নিয়েই, আমার জন্য নাই।
তোমার জন্য রাত্রি নামাই, তোমার জন্য লিখি
ভোরের আলোয় মাখিয়ে তোমায়, আঁধার নিয়ে থাকি।
বুক পকেটে দুমড়ে যাওয়া একটি হলুদ খাম
কেউ নাহয় নাই বা জানুক তাতে তোমার নাম।
চিঠির পাতা আজও সাদাই, লেখা হয়নি কিছু
'স্মৃতি' নামক তোমার ছায়া আমার পিছু পিছু।।

লোডশেডিং এর এই শহরে একটি নিয়ন বাতি
বড্ড একা, ঠাঁই দাঁড়িয়ে, নিকষ সারারাতি।
আমিও সেই বাতির মতই, শহর আমার খাঁচা
পাখির মত জীবন নিয়ে মরার মত বাঁচা।
খাঁচার পাল্লা খুলবে যেদিন, আকাশ বহুদূরে...
আমার শহরটাকে তোমায় দিয়ে, আমিই যাব উড়ে।।

_শহুরে কবি

Comments

Popular posts from this blog

রসুলপুর স্টেশন

খুনী

কথা ও আকাশ